নির্দেশনা

উঃ কিডস্টার ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য একটি শিক্ষামুলক গেমিং প্ল্যাটফর্ম। কিডস্টারে তারা অনেক ফ্রি লেসন শিখতে পারবে যার মাধ্যমে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি কিডস্টারে থাকছে মজার মজার সব গেম যেগুলো শিশুরা তাদের অবসর সময়ে খেলতে পারবে এবং প্রাইজ জিততে পারবে।

উঃ ১ই মে থেকে ৩১ই মে পর্যন্ত।

উঃ কিডস্টারে রয়েছে দুটি সেকশন। লেসন ও গেম। লেসন সেকশন টি ফ্রি। গেম সেকশনে ফ্রি গেমস এর পাশাপাশি টুর্নামেন্ট রয়েছে। সেটি সাপ্তাহিক সাবস্ক্রিপশন-ভিত্তিক সার্ভিস।
  • টুর্নামেন্ট গেমের সাপ্তাহিক সাবস্ক্রিপশন চার্জ ১৯ টাকা।
  • সার্ভিসটি নবায়নযোগ্য।

উঃ অভিভাবকরা এই পোর্টালে সাবস্ক্রাইব করে তাদের শিশুদের এই সার্ভিসটিতে যোগদান করাতে পারেন এবং বিকাশ পেমেন্ট এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

উঃ ব্যবহারকারীরা পোর্টাল এর হেল্প অপশন থেকে আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সার্ভিসটি আনসাবস্ক্রাইব করতে পারবেন।

কিডস্টারের লেসনে থাকছেঃ
  • Guess The Word: এখানে ছবি দেখে বা ইঙ্গিতজনক বাক্য থেকে সঠিক শব্দটি অনুমান করতে হবে।
  • Make Sentence: এখানে বিভিন্ন ইংরেজি বাক্য ও তার বাংলা অর্থ শিখা যাবে।
  • Math ‘O’ Logic: এখানে বিভিন্ন গাণিতিক সমাধান করতে হবে।
  • Pronounciation: এখানে বিভিন্ন ইংরেজি শব্দ ও তাদের সঠিক উচ্চারন শিখা যাবে।
বি দ্রঃ সকল লেসন একদম ফ্রি। এগুলো থেকে শিক্ষা গ্রহনের জন্য কোন সাবস্ক্রিপশন চার্জ দেওয়া আবশ্যক নয়।

গেম সেকশনে ২ ধরনের গেম থাকছে।
  • টুর্নামেন্ট গেমসঃ টুর্নামেন্ট গেমে অংশগ্রহণ করার জন্য সাবস্ক্রিপশন চার্জ আবশ্যক। টুর্নামেন্ট গেম খেলে সাপ্তাহিক প্রাইজ জেতার সুযোগ রয়েছে।
  • ফ্রি গেমসঃ ফ্রি গেমস সেকশনে অনেক গুলো মজার মজার ফ্রি গেমস রয়েছে। এগুলো খেলার জন্য কোন সাবস্ক্রিপশন চার্জ আবশ্যক নয়।

দৈনিক পুরস্কার: টপ ৩৫ জন ১০ টাকা করে বিকাশ ক্যাশ ইন পুস্কর পাবে। সাপ্তাহিক পুরস্কার:
  • প্রথম পুরস্কার: ইলেকট্রিক মিউজিক গান ( খেলনা )।
  • দ্বিতীয় পুরস্কার: হ্যালো কিটটি কিচেন সেট ( খেলনা )।
  • তৃতীয় পুরস্কার: সুপার কার ( খেলনা ) ।

হেল্প:

১। হেল্প লাইন নাম্বার কি?

+8801936236705

২। সাপোর্ট ইমেইল ঠিকানা কি?

kidstar.help2024@gmail.com

৩। সাপোর্ট হোয়াটসঅ্যাপ লাইন নাম্বার কি?

+8801936236705